| |
               

মূল পাতা আন্তর্জাতিক আমেরিকা যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের আধিপত্যের কোনো স্থান নেই : বাইডেন


যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের আধিপত্যের কোনো স্থান নেই : বাইডেন


রহমত নিউজ ডেস্ক     28 August, 2023     02:42 PM    


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শ্বেতাঙ্গ বন্ধুকধারীর গুলিতে তিন কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনা নিয়ে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের আধিপত্যের কোনো স্থান নেই।

স্থানীয় সময় শনিবার (২৬ আগস্ট) বিকেলে ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে ঢুকে ২০ বছর বয়সী এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালায়। এতে তিন কৃষ্ণাঙ্গ নিহত হন। পরে হামলাকারী নিজের ওপর নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

ঘটনার পরদিন রবিবার (২৭ আগস্ট) ওই স্থানে দুই শতাধিক মানুষ অবস্থান নেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ বছর বয়সী বন্দুকধারী রায়ান পলটিমার বৈধভাবে কেনা বন্দুক দিয়ে গুলি চালায়।

এ ঘটনার পর দক্ষিণ প্রদেশের রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস বলেন, তিনি বন্দুক হামলায় নিহত তিনজনের পরিবারকে সহায়তা করবেন। এছাড়াও যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয় নামে খ্যাত এডওয়ার্ড ওয়াটার্স ইউনিভার্সিটিতে নিরাপত্তার জন্য তিনি আর্থিক সহায়তার আশ্বাস দেন। রায়ান পলটিমার ফ্লোরিডায় যা করেছেন, তা গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র গায়ের রঙের জন্য কেউ হামলার শিকার হবেন - আমরা তা হতে দেব না।